তারেক রহমানের ৬০তম জন্মদিন আজ, উদযাপনে নিষেধ


ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ৬০ বছরে পা দিলেন। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।

ঐতিহ্যগতভাবে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির নেতাকর্মীরা জাঁকালো অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। তবে এবার দলের পক্ষ থেকে কোনো ধরণের অনুষ্ঠান না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১১ নভেম্বর এক আনুষ্ঠানিক বিবৃতিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের এ নির্দেশনা জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, এ নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপিতে যোগদান করেন তিনি। আনুষ্ঠানিকভাবে দলে যোগদানের পূর্বে থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন।

২০১৮ সালে তার মা খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের হাল ধরে আছেন তারেক রহমান। ভার্চুয়ালি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান করে দল পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি।