মনোহরদীতে সাবেক ছাত্রদল নেতা সাম্মির রহমান টিপুর উপর হামলা


নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাম্মির রহমান টিপুর উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নে এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার সাংগঠনিক কাজে চরমান্দালিয়া ইউনিয়নের নেতা-কর্মীদের বাড়ি ভাঙচুর ও লুটপাট কৃত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে যান সাম্মির রহমান টিপু। এসময় একদল দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় টিপু গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় স্যোস্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। হামলার দুটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সাম্মির রহমান টিপু দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। বিগত ষোল বছর ধরে আওয়ামী লীগ সরকারের নানা ধরনের নির্যাতন সত্ত্বেও তিনি ছাত্রদলকে সাংগঠনিকভাবে সক্রিয় রেখেছেন।

তারা আরও জানান, আওয়ামী লীগের আমলে বিভিন্ন সময় মামলা-হামলা ও হয়রানির শিকার হয়েছেন টিপু। তার পিতা আব্দুল খালেক মিয়া মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মনোহরদী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি এবং মনোহরদী উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি মনোহরদী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন।

স্থানীয় নেতৃবৃন্দ টিপুর পরিবারের রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।