রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দামে ধারাবাহিক পতন

প্রকাশিতঃ ১৬ নভেম্বর ২০২৪ | ২:৪৭ অপরাহ্ন


ঢাকা : বিশ্ব বাজারে জ্বালানি তেলের দামে ধারাবাহিক পতন অব্যাহত রয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) জ্বালানি তেলের দাম দুই শতাংশের বেশি কমেছে।

ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫২ ডলার বা ২ দশমিক শূন্য ৯ শতাংশ কমে ৭১ দশমিক শূন্য ৪ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (WTI) দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ৪৫ শতাংশ কমে ৬৭ দশমিক শূন্য ২ ডলারে নেমে এসেছে।

এ নিয়ে গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় চার শতাংশ এবং WTI এর দাম কমেছে প্রায় পাঁচ শতাংশ।

বিশেষজ্ঞরা বলছেন, চীনের তেল শোধনাগারগুলোতে উৎপাদন হ্রাস পাওয়ায় জ্বালানি তেলের চাহিদা কমেছে। অক্টোবরে চীনের তেল শোধনাগারগুলো এক বছর আগের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ কম প্রক্রিয়াকরণ করেছে। কারণ প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে এবং ছোট স্বাধীন শোধনাগারগুলোতে অপারেটিং হার হ্রাস পেয়েছে।

এছাড়াও, গত মাসে চীনের কারখানার উৎপাদন প্রবৃদ্ধি ধীর হয়েছে এবং প্রোপার্টি সেক্টরেও সমস্যা রয়েছে।

জ্বালানি তেলের দাম কমার এই ধারা অব্যাহত থাকলে বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।