রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পাহাড়ি-বাঙালি সম্প্রীতিই শান্তির চাবিকাঠি : মানিকছড়িতে ওয়াদুদ ভূইয়া

প্রকাশিতঃ ১৩ নভেম্বর ২০২৪ | ১০:০৩ অপরাহ্ন


খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বুধবার (১৩ নভেম্বর) বিএনপির এক বিশাল সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৮ বছর পর মানিকছড়িতে বিএনপির এ সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন, ‘পাহাড়ি-বাঙালির মধ্যে পারস্পরিক আস্থা-বিশ্বাস ও সম্প্রীতির মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘এখানে পাহাড়ি বাঙালি সবাই থাকবে। মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকলে উন্নয়ন হবে। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।’

বিগত আওয়ামী শাসনামলে অবৈধ নির্বাচন এবং বিএনপিসহ বিরোধী দলের ওপর নির্মম অত্যাচার, নিপীড়ন, হামলা, মামলা ও গুমখুনের কড়া সমালোচনা করেন তিনি।

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাকে দীর্ঘ ১৮ বছর এই উপজেলায় আসতে দেয়নি আওয়ামী লীগ। এত নির্মমতার পরও দীর্ঘ দেড় যুগ পর আজকের সম্প্রীতি সমাবেশে গণজোয়ার প্রমাণ করে এখানকার পাহাড়ি, বাঙালির ভরসা জায়গা হলো বিএনপি পরিবার।’

তিনি আরও বলেন, ‘জনগণের জন্যই বিএনপি রাজনীতি করে। আগামিতে আবারও জনগণের সেবক হিসেবে কাজ করবে বিএনপি। আপনারা সবাই পাহাড়ি, বাঙালি এক কাতারে মিলেমিশে সম্প্রীতির দৃঢ় বন্ধন আরও সুদৃঢ় করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। বিএনপি সরকার গঠন করলে আগামীতে আপনাদের ভাগ্যোন্নয়নে কাজ করবে।’

মানিকছড়ি টাউনহল মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মীর হোসেন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাব বীথি, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেশ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভানেত্রী কহেলী দেওয়ান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহিদুল ইসলাম সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাগর নোমান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম।

এসময় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।