‌’শুদ্ধ সংস্কৃতির চর্চা জাতিকে বহুদূর এগিয়ে নেবে’

চট্টগ্রাম : পূর্বা আয়োজিত ছোটদের চিত্রপ্রদর্শনীর প্রস্তুতিসভা উপদেষ্টা উত্তম কুমার আচার্য্যের সভাপতিত্বে ও আহ্বায়ক সনাতন চক্রবর্ত্তী বিজয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়ার পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হাশেম, সংগঠক সেলিম হোসেন, অ্যাডভোকেট সুচিত্রা লালা মুন্নি, সদস্য সচিব সায়মন শাহাদাত চৌধুরী, আব্দুল মালেক খান, মোঃ এনামুল হক, রত্নারানী সিংহ, সীমা রক্ষিত, শ্যামল কান্তি বড়ুয়া, জয়া সরকার, কামরুন্নাহার শাহীন, জারীন তাসনীন, পুনম রায়, সেঁজুতি বড়ুয়া, তিতলী বড়ুয়া, রিটু বড়ুয়া, বিজয় বর্মন, ইয়াসরিব স্মরণ, ইসরাত জাহান জ্যোতি, উর্মি দাশ, তাসমিয়া ইসলাম চৌধুরী, প্রকল বড়ুয়া, সুদীপ সাহা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘শুদ্ধ সংস্কৃতির চর্চা জাতিকে বহুদূর এগিয়ে নেবে। শুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা থেকে দূরে রাখতে হবে।’