রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্বাধীনতা রক্ষার স্বার্থে ৭ই নভেম্বরের চর্চা করতে হবে : মীর হেলাল

প্রকাশিতঃ ৮ নভেম্বর ২০২৪ | ৯:০৫ অপরাহ্ন


হাটহাজারী প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, স্বাধীনতাত্তর রাষ্ট্রীয় অনাচার, রাজনৈতিক বিশৃঙ্খলা, তৎকালীন ক্ষমতাসীন মহল নিজ স্বার্থে জাতীয় স্বাধীনতাকে বিপন্ন ও সার্বভৌমত্বকে দুর্বল করে আধিপত্যবাদের থাবার মধ্যে দেশকে ঠেলে দেয়। শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যই গণতন্ত্রবিনাশী কর্মকাণ্ড শুরু করে। সেজন্য মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতাকে গলাটিপে হত্যার মাধ্যমে একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করা হয়। ৭ই নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে গণতন্ত্রের দ্বার উন্মুক্ত হয়েছিল। এই ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ প্রকৃত গণতন্ত্র ফিরে পায়।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে হাটহাজারী থানাধীন ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা, স্বতন্ত্র সংস্কৃতি ও মর্যাদা রক্ষার স্বার্থেই আমাদের নিরন্তর ৭ নভেম্বরের চর্চা করতে হবে। কারণ ৭ নভেম্বরের পথই হল বাংলাদেশের পথ, বাংলাদেশের টিকে থাকার পথ। অন্য পথ ও অন্য মতে চলার অর্থ হল অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে মহাভারতে বিলীন হয়ে যাওয়া। অতীতে মানুষের ধারণা ছিল সিপাহী বিদ্রোহের কারণে জনতা এবং সিপাইরা পরস্পর শত্রুতে পরিণত হয়। কিন্তু গোটা বিশ্ব ব্যতিক্রম লক্ষ্য করল ৭ নভেম্বরের বিপ্লবে। এ বিপ্লবের পর দেশব্যাপী স্লোগান উঠেছিল, ‘সিপাহী জনতা ভাই-ভাই’। সিপাহী-জনতা একাত্ম হয়েছিল দেশের এক চরম সংকটময় মুহূর্তে। ৭ নভেম্বরের চেতনা দেশবাসীর হৃদয়ে প্রোথিত। এই চেতনা উপলব্ধি করার বিষয়। এই চেতনা বৃহত্তর জনগোষ্ঠীর চেতনা। যে চেতনা স্তব্ধ করার সাধ্য কারো নাই।

১নং চসিক দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মো. ইউসুফ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মঞ্জুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা জাসাস সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব রহমত উল্লাহ মেম্বার, মো. আইয়ুব খান, সালাউদ্দিন আলী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফখরুল হাসান, সদস্য সচিব মো. নুরুল কবির তালুকদার, হাটহাজারী উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. এমরান চৌধুরী, সাধারণ সম্পাদক মো.আলাউদ্দিন তালুকদার, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, সদস্য সচিব গাজী আবদুল মুবিন, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লায়লা ইয়াসমিন প্রমুখ।