মানিকছড়িতে বিএনপির কর্মী সভায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ২নং বাটনাতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ডাইনছড়ি বাজারে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল ওহাব এর সভাপতিত্বে এবং ২নং বাটনাতলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আব্দুল আলীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ২নং বাটনাতলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন, সহ-সভাপতি মো. মজিবুল হক বাহার, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান মাস্টার।

বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, “বিগত দিনে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা অসংখ্য বিএনপির নেতাকর্মী হামলা-মামলা ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ছাত্রলীগ বাহিনী তৈরি করে এদেশের মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে।”

তারা আরও বলেন, “আওয়ামী লীগ অনিয়ম ও দুর্নীতি করে কোটি কোটি টাকা লুটপাট করেছে। কিন্তু বিএনপি আগামীতে ক্ষমতায় এলে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।”

নেতারা বিএনপির হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।