অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে : আসিফ নজরুল


একুশে ডেস্ক : “আমাদের সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। সার্চ কমিটি গঠন হয়েছে। প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করলেই দুই একদিনের মাঝে আপনারা জানতে পারবেন,” বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মি. নজরুল।

তিনি জানান, আজ-কালের মাঝে প্রধান উপদেষ্টার স্বাক্ষর হয়ে গেলেই নির্বাচন কমিশন গঠন করা হবে।

গত কয়েকটি নির্বাচনকে ভুয়া ও ভোটার তালিকাও প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, “এবার তো আমরা ভুয়া নির্বাচন করবো না। এবার অবাধ, অসাধারণ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবো। ভোটার তালিকা হালনাগাদে সময় লাগবে। আর সংস্কারের সাথে নির্বাচনকে কীভাবে সম্পৃক্ত করা হবে, তা দেখতে হবে।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগসহ অন্যান্য কিছু দল অংশগ্রহণ করতে পারবে কি না সে প্রসঙ্গে মি. নজরুল বলেন, “এটা আমার বলার স্টেজ না। এখন আপনি যদি মনে করেন, যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, অঙ্গহানি ঘটিয়েছে এবং এখনও ওটার পক্ষে কথা বলে; ওই অডিও যদি সত্যি হয়…তাহলে যে নেত্রী অন্য দেশে বসে ২৮৭ জনকে দেখে নেওয়ার সন্ত্রাসী হুমকি দেয়, যিনি একটা গণহত্যা মামলার আসামি; আমার মনে হয় না তাদের অনুশোচনা-বিচারের আগে বাংলাদেশের মানুষ তাদেরকে এত সহজে তাকে গ্রহণ করবে। সুতরাং, একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা আসবে।”

“যারা আন্দোলনের নেতাদের কিশোর গ্যাং বলার চেষ্টা করে, তাদের রাজনৈতিক অধিকার থাকা উচিৎ কি না, সেই প্রশ্ন বাংলাদেশের প্রত্যেকটা বিবেকবান মানুষের কাছে করে গেলাম আমি,” যোগ করেন তিনি।