শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

তাইজুল কি আসন্ন অধিনায়ক? শান্তর নেতৃত্ব ছাড়ার গুঞ্জনে তাইজুলের সংবাদ সম্মেলন ঘিরে জল্পনা

প্রকাশিতঃ ২৮ অক্টোবর ২০২৪ | ২:৪৮ অপরাহ্ন


চট্টগ্রাম: সাধারণত টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক কিংবা প্রধান কোচ উপস্থিত থাকেন। তবে চট্টগ্রাম টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে দেখা গেল ভিন্ন চিত্র।

টিম ম্যানেজমেন্টের সদস্য না হয়েও সংবাদ সম্মেলনে উপস্থিত হলেন তাইজুল ইসলাম। অধিনায়ক কিংবা সহ-অধিনায়ক না হয়েও নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছাড়ার গুঞ্জন নিয়ে তাকে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হলো।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, নিজেকে তিনি অধিনায়কত্বের জন্য পুরোপুরি প্রস্তুত মনে করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের পরেই শান্ত অধিনায়কত্ব ছাড়তে চান বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। যদিও বিসিবি এখনো এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি বলে জানিয়েছে।

শান্ত অধিনায়কত্ব না করলে নতুন অধিনায়ক খুঁজতে হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে নিজেকে প্রস্তুত বলে জানিয়েছেন তাইজুল। তিনি বলেন, “যেহেতু ১০ বছর ধরে খেলছি, পুরোটাই তৈরি।”

মিরপুর টেস্টের আগে সাকিব আল হাসানের ফেরা নিয়ে আলোচনা চললেও চট্টগ্রাম টেস্টের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে শান্তর অধিনায়কত্ব। শান্ত সত্যিই অধিনায়কত্ব ছাড়তে চান কিনা সে প্রশ্নের সরাসরি উত্তর পাওয়া যাচ্ছে না। কারণ সংবাদ সম্মেলনে অধিনায়ক উপস্থিত ছিলেন না।

তাইজুল জানান, এ ব্যাপারে তাদের কিছু জানা নেই। তিনি বলেন, “আসলে এ বিষয়ে আমি কিছু শুনি নাই। এটা আমার পার্টও নাই। এই বিষয়ে আমি সঠিকটা জানি না।”

তবে বারবার একই প্রশ্নের উত্তরে তাইজুল বলেন, “এটা আসলে অনেক গভীর একটা প্রশ্ন। এটার উত্তর আসলে আমার কাছে নেই, এটাই সত্যি। কারণ আমি যখন একটা ম্যানেজম্যান্ট মিটিং হয় বা বোর্ডের যখন মিটিং হয়, আমি বা খেলোয়াড়রা কিন্তু জড়িত থাকে না। ক্যাপ্টেন কে হচ্ছে, কোচ কে হচ্ছে, এটা আমাদের পার্ট না।”

টিম ম্যানেজমেন্টের অংশ না এমন কাউকে কেন ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পাঠাতে হয় সেই প্রশ্ন কাকে করা যাবে তা বোঝা দুষ্কর।