খাগড়াছড়িতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় খাগড়াছড়ি জেলা শহরের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সহ-সভাপতি ইউচুপ চৌধুরী, প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা এবং যুবদলের যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা।