বিনোদন ডেস্ক: চার বছর বিরতির পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোক ফেস্ট। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক (হিসাব) আসিফুজ্জামান খান।
বিগত ৯ বছর ধরে এই আয়োজন করে আসছে সান ফাউন্ডেশন। সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। ইতোমধ্যে ফোকফেস্ট নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে সান ফাউন্ডেশনের আলোচনা শুরু হয়েছে।
শিল্পী বাছাই প্রক্রিয়াও চলছে। সাধারণত শীতকালেই বসে গানের উৎসবটি। সেই ভাবনা থেকে আসছে নভেম্বরের মাঝামাঝিতে শুরু হতে পারে ফোকফেস্ট।
২০১৫ সালে ঢাকার আর্মি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় লোকসংগীতের উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। ফোক ফেস্ট হলো একটি সংগীত উৎসব যেখানে বিভিন্ন দেশের লোকশিল্পীরা একই মঞ্চে পারফর্ম করে লোকসংগীতের ঐতিহ্যকে তুলে ধরে।
এই উৎসবের মূল লক্ষ্য হচ্ছে লোকসংগীতের আদি এবং মাটির গন্ধমাখা সুরকে শ্রোতাদের সামনে তুলে ধরা এবং নতুন প্রজন্মের কাছে এই সাংস্কৃতিক ধারা পৌঁছে দেওয়া।