সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে এবি যুব পার্টির বিক্ষোভ মিছিল

প্রকাশিতঃ ২১ অক্টোবর ২০২৪ | ৭:২১ অপরাহ্ন

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে এবি যুব পার্টির বিক্ষোভ মিছিল
চট্টগ্রাম : রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে এবি যুব পার্টি। সোমবার বিকেলে নগরের কাজির দেউড়ি থেকে শুরু হয়ে জামাল খান প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় এই বিক্ষোভ মিছিল।

মিছিল-পূর্ব সমাবেশে এবি পার্টি চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেন, “সাহাবুদ্দিন চুপ্পু জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী, বিতাড়িত ফ্যাসিস্টদের দালাল। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার ইশারায় খুনি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ হাসিনার সেবাদাস প্রশাসনে বিভিন্ন পর্যায়ের ঘাপটি মেরে থাকা কর্মকর্তারা গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে চায়, ছাত্র জনতা বেঁচে থাকতে তা হতে দেওয়া হবে না। সাহাবুদ্দিন চুপ্পু যদি অবিলম্বে পদত্যাগ না করে তাহলে তাকে ছাত্র জনতা টেনেহিঁচড়ে বঙ্গভবন থেকে বের করবে।”

চট্টগ্রাম মহানগর এবি যুব পার্টির আহ্বায়ক আব্দুর রহমান মনি বলেন, “ফ্যাসিস্ট হাসিনার কোনও ষড়যন্ত্রই কাজ করবে না। সাহাবুদ্দিন চুপ্পু, তোমার দিনও শেষ হয়ে আসছে।”

তিনি ছাত্রলীগ, যুবলীগকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, “আমরা মনে করেছিলাম আপনারা গণতওবা করে, ছাত্র জনতার কাছে মাফ চেয়ে অনুতপ্ত হবেন, নতুন বাংলাদেশকে মেনে নিবেন। কিন্তু আপনারা যে ষড়যন্ত্রের খেলা শুরু করেছেন তাতে আপনাদের আর ক্ষমা নাই।”

মিছিলে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবনেতা মুহাম্মদ জাবেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রবিষয়ক সম্পাদক সৈয়দ সোহরাব হোসেন পিয়াস, যুবনেতা নাছির উদ্দিন, নাজমুল হক, এবি পার্টির নেতা সুমন চৌধুরী, সবুজ কর্মকার, মনছুর, রুবেল, তাজুল ইসলাম প্রমুখ।