সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘আ.লীগকে প্রতিহত করতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই’

প্রকাশিতঃ ২১ অক্টোবর ২০২৪ | ১১:৪৩ পূর্বাহ্ন


লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : ফ্যাসিস্ট অপশক্তি আওয়ামী লীগকে প্রতিহত করতে হলে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এবং লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী।

রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন ৭, ৮, ৯নং ওয়ার্ডের আয়োজনে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নোয়ারবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসহাব উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং শত সহস্র নেতা-কর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে। কিছু বিপথগামী ব্যক্তির হঠকারিতায় এই অর্জন বিনষ্ট হতে দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং বিএনপিকে শক্তিশালী করতে সকলকে একসাথে কাজ করতে হবে।

চরম্বা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন।

সাবেক ছাত্রনেতা সেলিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবু তাহের, চরম্বা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ছৈয়দ আহম্মদ মেম্বার, দক্ষিণ জেলা যুবদল নেতা মো. নাজিম উদ্দিন, সদস্য ডা. মো. মহিউদ্দিন, লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শহিদুল আলম, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলউদ্দিন বাচ্চু, আধুনগর ইউনিয়ন বিএনপি নেতা ইমামুল আবেদিন রিপন, পুটিবিলা ইউনিয়ন বিএনপির দেলোয়ার হোসেন চৌধুরী, পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোবারক হোসেন বাবু, চুনতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাফেজ আহমেদ ডিয়ার, বড়হাতিয়া ইউনিয়ন বিএনপির নাজিম উদ্দিন, পুটিবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোক্তার আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, কলাউজান ইউনিয়ন বিএনপির মো. নাজিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, চরম্বা ইউনিয়ন বিএনপি নেতা মনির উদ্দিন এবং চরম্বা ইউনিয়ন বিএনপি নেতা আকতার হোসেন মেম্বার।

সভায় আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসফাক উদ্দিন চৌধুরী ইভু, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য তারিকুল হক, দিদারুল আলম, গিয়াসউদ্দিন, জহির উদ্দিন, শহিদুল্লাহ মো. সাগর, শওকত হোসেন, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, মহিউদ্দিন, সাহাব উদ্দিন শিহাব, দেলোয়ার হোসেন, পদুয়া ইউনিয়ন মো. তারেক, সাইফুল্লাহ, এনাম, শাহাজান, আব্দুআলম, মোবিন, সোহেল, মাইনুদ্দিন হাসান বাবুল, চরম্বা ইউনিয়ন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এহেসান আব্দুল্লাহ, হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, শাকিল মোহাম্মদ নয়ন, দিদারুল আলম, মো. রায়হান, ছাত্রদল নেতা মহিউদ্দিন, সাইমুল ইসলাম সিয়াম, আরমান হোসাইন, মো. মামুন, শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, সাদেক, তানবির এবং মো. সোহেলসহ চরম্বা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।