সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সীতাকুণ্ডে দুটি ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১৯ অক্টোবর ২০২৪ | ১২:০৫ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ও মুরাদপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মুরাদপুর ঈদগাহ মাঠে এই সম্মেলন দুটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনগুলোতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শাহজাহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আল্লাহর আইন বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী সৎ, যোগ্য ও আদর্শিক নাগরিক তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “সমস্ত বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে জামায়াতের হাতকে শক্তিশালী করতে হবে।”

বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন শিকদার এবং সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সদস্য আনোয়ার সিদ্দিক চৌধুরী।

বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা লোকমান কাদেরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি এস এম আশরাফ উদ্দীনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ আবু তাহের, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, সেক্রেটারি রাশেদুজ্জামান মজুমদার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কুতুব উদ্দিন শিবলী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি সাজিদ চৌধুরী এবং জামায়াত নেতা আবু হাফস মুহাম্মদ নকীব।

অন্যদিকে, মুরাদপুর ইউনিয়নের কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন শিকদার এবং বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সদস্য আনোয়ার সিদ্দিক চৌধুরী।

এ সময় আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, “দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।”

মুরাদপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উত্তর জেলা শিবিরের সভাপতি সাজিদ চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আশরাফুর রহমান এবং মুহাম্মদ কুতুব উদ্দিন শিবলী। সম্মেলন দুটিতে জামায়াতে ইসলামীের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।