সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আ.লীগ দেশটাকে ভারতের তাবেদার রাষ্ট্র বানিয়েছিল : শাহজাহান চৌধুরী

প্রকাশিতঃ ১৯ অক্টোবর ২০২৪ | ১১:৫৯ পূর্বাহ্ন


হাটহাজারী প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে শুধুমাত্র নিজেদের স্বার্থ গুছিয়েছে এবং জনগণের কল্যাণে কোনো কাজ করেনি।

তিনি বলেন, “শেখ হাসিনা ও আওয়ামী লীগ বলেছিল বাংলাদেশ তাদের দেশ, কিন্তু তারা জনগণকে ধোঁকা দিয়ে দেশটাকে ভারতের তাবেদার রাষ্ট্র বানিয়েছিল। তাদের নির্যাতন সহ্য করে ১৮ বছর জামায়াত দেশে টিকেছিল, কেউ দেশ ছেড়ে পালায়নি। কিন্তু ক্ষমতা হারিয়ে হাসিনা আধাঘণ্টাও দেশে থাকতে পারেনি, দিল্লীতে পালিয়েছে। এতে প্রমাণ হয় তারা দেশের সন্তান নয়।”

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে হাটহাজারী থানাধীন আমান বাজারস্থ একটি কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়ন আয়োজিত সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী আরও বলেন, “আওয়ামী লীগকে দেশের মানুষ আর রাজনীতিতে আসতে দেবে না, মানুষ আগে তাদের বিচার চায়। তারা গত ১৭ বছরে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করে দিয়েছিল। বিচার না হওয়া পর্যন্ত তাদের এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না।”

ইউনিয়ন সভাপতি এডভোকেট বরকত উল্লা কাইচারের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মামুনুর রশিদ নূরী, মাওলানা এবিএম মুনিরুজ্জামান, মাওলানা শরীয়তুল্লাহ জিহাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ড. আবদুল হামিদ চৌধুরী, উপজেলা আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, মহানগর বাকলিয়া থানার আমীর আব্দুল জব্বার, বায়েজিদ থানা ১নং পাড়তলী ওয়ার্ড আমীর মাওলানা হাফেজ আবুল মনসুর।

উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এমরান হোসেন ও এসএম রাশেদের সঞ্চালনায় মাহফিলে আরও বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক শোয়াইব চৌধুরী, শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ আলী, হাটহাজারী পৌরসভা আমীর মিজানুর রহমান, উত্তর মাদার্শা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইসহাক প্রমুখ।

অধ্যাপক নুরুল আমিন চৌধুরী বলেন, “দেশে মার্শাল ল এসেছে আওয়ামী লীগের কারণে। এদের কারণে ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষে ১০ লক্ষ লোক না খেয়ে মৃত্যু হয়েছিল। শেখ মুজিব ১৯৭৫ সালে মাত্র ১৩ মিনিটে দেশে বাকশাল কায়েম করেছিল। রক্ষী বাহিনী দিয়ে হাজার হাজার বিরোধী নেতাকর্মীকে হত্যা করেছিল।”