লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : শুক্রবার বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ায় বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বড়হাতিয়া স্টুডেন্টস্ ফোরাম কর্তৃক আয়োজিত মেধা যাচাই গোল্ড মেডেল বৃত্তি-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন। তিনি বলেন, দেশের ক্রান্তিকালে ছাত্র সমাজ কখনো ঘুমিয়ে থাকেনি, সবসময় দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছে। দেশের প্রতিটি গৌরবময় অর্জনে ছাত্রদের ভূমিকা অনস্বীকার্য।
নাজমুল মোস্তফা আমিন আরো বলেন, অন্তর্নিহিত মেধাকে পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য শিক্ষার অনুশীলন অব্যাহত রাখার বিকল্প নেই। মেধায় শান দিয়ে একটা জাতির মেরুদণ্ড সোজা করার অনুশীলন নিশ্চিত করা বাঞ্ছনীয়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শুধু চার দেয়ালে আবদ্ধ করে শ্রেণীকক্ষে পাঠদানে শিক্ষার প্রসার ঘটানো সম্ভব নয়। শিক্ষার্থীদের আর্থিক ও মানসিক অবস্থার সুরাহা এবং শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে একটা দেশ ব্যর্থ হলে শিক্ষা সূচকে দিনদিন তলানিতে এসে পড়বে। তাই জাতিকে একটি সৃজনশীল জনশক্তি উপহার দিয়ে দেশকে এগিয়ে এ ধরনের প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষার বিকল্প নেই।
বড়হাতিয়া স্টুডেন্টস ফোরামের পরিচালক দেলোয়ার হোসোইন ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানেের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার আমীর আসাদুল্লাহ ইসলামবাদী। অনুষ্ঠানে উপজেলার ১১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে সনদ ও পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ১নং সহসভাপতি আবু সেলিম, বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শুক্কুর, সাবেক প্রধান শিক্ষক লোকমান হাকিম, বড়হাতিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মামুনুর রশিদ, বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর জসিম উদ্দিন, সমাজ সেবক কাইছার চৌধুরী প্রমুখ।