সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

টাকা লেনদেনে ফেসবুকের ‘রেড এনভেলপ’

প্রকাশিতঃ ৭ নভেম্বর ২০১৭ | ৯:২৬ পূর্বাহ্ন

ঢাকা: টাকা লেনদেনের জন্য ‘রেড এনভেলপ’ নামে একটি নতুন ফিচার চালু করতে যাচ্ছে বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

এটি চালু হলে ফেসবুকের মাধ্যমেও টাকা লেনদেন করতে পারবেন ব্যবহারকারীরা।

পরীক্ষামূলকভাবে ফেসবুক চালু করতে চলেছে এই ‘রেড এনভেলপ’। পাশাপাশি, চালু হচ্ছে আরো একটি ফিচার, ‘ব্রেকিং নিউজ’। এর সাহা‌য্যে মানুষ পেয়ে ‌যাবে দিনের সব তাজা খবর।

ওই দুটি ফিচারস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে ফেসবুক। তবে ব্রেকিং নিউজ ফিচারটি পরীক্ষামূলকভবে চালু করা হবে। ‘রেড এনভেলপ’ কবে ‌যোগ করা হবে তা নিয়ে এখনো কিছু বলেনি ফেসবুক।

উল্লেখ্য, ফেসবুক তার মেসেঞ্জার অ্যাপ-এ একটি গ্রুপ পেমেন্ট ফিচার ‌যোগ করেছে। ওই ফিচার ব্যবহার করে গ্রুপের মধ্যে টাকা লেনদেন করা ‌যায়।