কক্সবাজার : কক্সবাজারের পেকুয়ায় সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ (৪৭) হত্যাকাণ্ডের ঘটনায় আটক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
সোমবার (১৪ অক্টোবর) চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবর্তী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১২ অক্টোবর রাতে র্যাব-১৫ ও র্যাব-৭-এর একটি যৌথ অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায় একটি বাসা থেকে জাহাঙ্গীর আলমকে আটক করে।
চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি এডভোকেট মো. শহিদুল্লাহ চৌধুরী জানান, শিক্ষক আরিফ হত্যার ঘটনায় জাহাঙ্গীর আলমকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছিল পুলিশ।
পেকুয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষককে অপহরণ ও পরবর্তী হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাবের যৌথ টিম জাহাঙ্গীর আলমকে আটক করে। মামলার অধিকতর তদন্ত ও ঘটনায় জড়িতদের সনাক্তে আটক জাহাঙ্গীর আলমকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে একই ঘটনায় জড়িত রুবেল খান পাঁচ দিনের রিমান্ডে থানা হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ অপহরণের শিকার হন।