সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বাংলাদেশে আধিপত্য বিস্তারে ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় চায় : রিজভী

প্রকাশিতঃ ১৪ অক্টোবর ২০২৪ | ৩:২৪ অপরাহ্ন


ঢাকা : আধিপত্য বিস্তারের লক্ষ্যে ভারত আওয়ামী লীগ ও তার দোসরদের বাংলাদেশের ক্ষমতায় চায় বলে জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী।

বাংলাদেশ সংবাদ সংস্থা রুহুল কবির রিজভীর উদ্ধৃতি দিয়ে জানায় ‘অতিসম্প্রতি ভারতের কথায় এটাই প্রমাণিত হচ্ছে যে তারা আওয়ামী লীগ এবং তার সহযোগীদের ক্ষমতায় চায় যাতে তারা বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে পারে। বাংলাদেশ এবং এর জনগণের সমর্থন ও বন্ধুত্বের প্রয়োজন ভারতের নেই।’