শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে খুন: বিএনপির ৩ নেতা বহিষ্কৃত

প্রকাশিতঃ ১৩ অক্টোবর ২০২৪ | ১০:২৪ অপরাহ্ন

বিএনপি লোগো
চট্টগ্রাম: নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির তিন অঙ্গসংগঠনের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার বহিষ্কৃত নেতারা হলেন নগর স্বেচ্ছাসেবক দলের পাঁচলাইশ থানা শাখার যুগ্ম আহ্বায়ক মো. সবুজ, নগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (যিনি সবুজের ভাই) এবং কৃষক দল নগর শাখার যুগ্ম আহ্বায়ক শাহ আলম।

নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।

গত শুক্রবার রাতে বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনিতে সবুজ ও শান্তিনগর কলোনির শাহ আলমের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে শান্তিনগর এলাকার যুবক মো. ইমন গুরুতর আহত হন এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া পুলিশের গাড়িতে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে আরেকটি মামলা করেছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পুলিশের গাড়িতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।