চট্টগ্রাম : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটলো প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। রোববার (১৩ অক্টোবর) দুপুর থেকে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে প্রতিমা বিসর্জন শুরু হয়। ঢাক, ঢোল বাজিয়ে, চোখের জলে ভক্তরা বিদায় জানালেন মা দুর্গাকে।
পতেঙ্গা সমুদ্র সৈকত ছাড়াও পাথরঘাটা গঙ্গাবাড়ি এলাকায় কর্ণফুলী নদীতে, কালুরঘাট এলাকায়, কাট্টলী রানী রাসমনি ঘাটেও প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। এছাড়া আনোয়ারার পারকি সমুদ্র সৈকত সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার নদী ও পুকুরেও প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি প্রতিমা বিসর্জনের সব প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, বেলা ১২টা থেকে পতেঙ্গা সৈকতে প্রতিমা বিসর্জন শুরু হয়। ১৬টি থানার তিন শতাধিক প্রতিমা এখানে বিসর্জন দেওয়া হয়।
প্রতিমা বিসর্জনে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসন সহায়তা করে। চট্টগ্রাম সিটি করপোরেশন, মেডিক্যাল, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টের টিমও এ কাজে সহায়তা করে।
এ বছর চট্টগ্রামে ২ হাজার ৪৫৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মহানগরে ২৯৩টি এবং জেলার ১৫টি উপজেলায় ২ হাজার ১৬৫টি পূজামণ্ডপ ছিল।