চট্টগ্রাম : জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর চট্টগ্রাম মহানগরী সাগরিকা শাখার উদ্যোগে রবিবার (১৩ অক্টোবর) সুবর্ণজয়ন্তী উৎসব, শিশু ও অভিভাবক সমাবেশ এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের হালিশহরস্থ জে পি কনভেনশন হলে সকাল ৯টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফুলকুঁড়ি আসর চট্টগ্রাম মহানগরী সাগরিকা শাখার উপদেষ্টা সভাপতি মাস্টার মেরিনার, ক্যাপ্টেন সাখাওয়াত হোসেন কমলের সভাপতিত্বে এবং শাখা সহকারী পরিচালক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরিফ উদ্দিন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক সাইফুল ইসলাম। শাখা পরিচালক মোঃ খিজির আলম অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। নাটিকা, মাইম, এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়।
উপদেষ্টা সভাপতির সমাপনী কথার মাধ্যমে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।