লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের রুদ্র পাড়ায় পুকুরে ডুবে রক্তিম রুদ্র (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ জানান, পূজা উপলক্ষে বাড়ির সবাই ব্যস্ত থাকায় রক্তিম অন্যদের অগোচরে পুকুরে গিয়ে পড়ে যায়।
বেলা ১১টার দিকে পুকুরে তার ভাসমান দেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রক্তিম স্থানীয় বাসিন্দা রুপন রুদ্রের ছেলে।