সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রাষ্ট্রদূত আবিদা ইসলাম যুক্তরাজ্যে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার

প্রকাশিতঃ ৭ অক্টোবর ২০২৪ | ১২:৪৩ অপরাহ্ন

আবিদা ইসলাম
ইউরোপ প্রতিনিধি : পেশাদার কূটনীতিক আবিদা ইসলামকে যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত।

রোববার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আবিদা ইসলাম এর আগে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তিনি ১৫তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন।

কূটনীতিক হিসেবে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন আবিদা ইসলাম লন্ডন, কলম্বো, ব্রাসেলস এবং কোলকাতার বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ে দায়িত্ব পালন করেন।

আবিদা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

প্রশাসন আশা করছে, নতুন দায়িত্বে আবিদা ইসলাম বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

উল্লেখ্য, যুক্তরাজ্যে প্রায় ছয় বছর ধরে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালনকারী সাইদা মুনা তাসনীমকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আবিদা ইসলাম কর্মজীবনে মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে কাজ করেছেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ডেপুটি হাইকমিশনে বাংলাদেশের প্রথম মহিলা ডেপুটি হাইকমিশনার (মিশন প্রধান) হিসেবেও দায়িত্ব পালন করেছেন (২০১২-২০১৪)।

বিভিন্ন বিষয়ে অসংখ্য আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার এবং শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আবিদা ইসলাম।