‘মানবিক রাষ্ট্রে স্বাধীনভাবে, নির্বিঘ্নে ধর্মীয় কর্মকাণ্ড প্রতিপালন হবে‘


হাটহাজারী প্রতিনিধি : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা এস. এম ফজলুল হক বলেন, “মানবিক রাষ্ট্রে স্বাধীনভাবে, নির্বিঘ্নে ধর্মীয় কর্মকাণ্ড প্রতিপালন হবে।”

তিনি এ মন্তব্য করেন রবিবার (০৬ অক্টোবর) বিকাল ৩টার দিকে নগরীর একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে।

তিনি লিখিত বক্তব্যে বলেন, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন জাগরণে স্বাধীন হয়েছে, যার মূল ঘোষণা ছিল একটি সাম্য ও মানবিক বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা। এ আলোকে, বিএনপি বিশ্বাস করে যে, স্বাধীনভাবে যার যার ধর্মীয় কর্মকাণ্ড নির্বিঘ্নে পালন করা যাবে। আসন্ন শারদীয় দুর্গাপূজাও হাটহাজারীতে উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে মহোৎসবে পালন হবে। হাটহাজারীর বিএনপি নেতা-কর্মীরা এ উৎসবে দৃঢ়তার সাথে সহযোগিতা করতে প্রস্তুত।

তিনি সাংবাদিকদের মাধ্যমে হাটহাজারীর সনাতন ধর্মাবলম্বী ও সর্বস্তরের জনসাধারণকে আগাম শারদীয় পূজা উৎসবের শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী, উত্তর জেলা বিএনপি নেতা হারুন অর রশীদ চেয়ারম্যান, মো. নুরুন্নবী তালুকদার, জাকের হোসেন চেয়ারম্যান, জেলা যুবদলের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রাশেদুল আলম এবং রায়হান উদ্দিন।