সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

প্রতিটি পূজামণ্ডপে পাহারায় থাকবে বিএনপি : নাজমুল মোস্তফা আমিন

প্রকাশিতঃ ৫ অক্টোবর ২০২৪ | ৭:৩৫ অপরাহ্ন

লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা আসন্ন দুর্গাপূজায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকবে বলে জানিয়েছেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা সদরে একটি রেস্টুরেন্টের হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে লোহাগাড়া পূজা উদযাপন পরিষদ কমিটির সাথে উপজেলা বিএনপির এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল মোস্তফা আমিন বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের রনাঙ্গনের সৈনিক ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বীর উত্তম উপাধি দেওয়া হয়েছিল।”

তিনি আরও বলেন, “আমি কি দোষ করেছিলাম যে, সুখছড়ি গ্রামে আমাকে বিগত ১৬ টি বছর আসতে দেওয়া হয়নি? আমাকে বারবার মিথ্যা মামলা, গায়েবী মামলা দেওয়া হয়েছিল। আমি মাঠ থেকে সরে যাইনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। ওয়ান ইলেভেনের পর থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছি। কোনো দিন অন্যায় করিনি।”

ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীরা দুষ্কৃতিকারী

নাজমুল মোস্তফা আমিন বলেন, “সনাতনী সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে। সবাই এদেশের নাগরিক। যারা এদেশে ধর্মীয় বিভাজন তৈরি করে সংখ্যালঘু তকমা দিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চায়, তারা দুষ্কৃতিকারী। তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আপনাদের পাশে থাকবে। আপনারা নির্বিঘ্নে দুর্গাপূজা করুন। আপনারা মনোবল হারাবেন না। প্রতিটি পুজামন্ডপে বিএনপির নেতাকর্মীরা পাহারায় থাকবে।”

লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রিটন দাশের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক বাবলু শংকর নাথের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহেদুল আনোয়ার চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এহেছানুল হক, আবুল হাসেম, উপজেলা যুবদলের আহবায়ক মো. শব্বির আহমদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সুজিত পাল, চুনতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সংগঠনের উপদেষ্টা ও শিক্ষক নেতা সুনীল কুমার চৌধুরী, উপদেষ্টা মাস্টার অসীম দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট প্রতাপ পাল, সাবেক সভাপতি প্রসেংজিৎ পাল, মাস্টার রিটন বিশ্বাস, খোকন চন্দ্র নাথ, কলামিস্ট মাস্টার সুমন মজুমদার হিরো, সনাতনী সম্প্রদায়ের নেতা ও সাংবাদিক খোকন সুশীল।

সভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।