শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

এবার অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিরুৎসাহ

প্রকাশিতঃ ৪ অক্টোবর ২০২৪ | ১২:৫৯ পূর্বাহ্ন

রাঙামাটি: তিন দফায় ৯ দিনের পর এবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদনকেন্দ্রে পর্যটকদের অনির্দিষ্টকালের জন্য ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

চিঠিতে বলা হয়েছে, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এ সব এলাকায় পর্যটকদের নিরাপত্তা বিবেচনা করে শুক্রবার (৪ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

এর আগে গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। এরপর আরও দুই দফায় তিন দিন করে ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ছয়দিন সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে প্রশাসন।