শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

রাতে গ্রেপ্তার যুবলীগ নেতা, দিনে জামিন

প্রকাশিতঃ ৩ অক্টোবর ২০২৪ | ৫:১৮ অপরাহ্ন

Pitu
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বাঁশখালী উপজেলা যুবলীগের সদস্য শওকত হোসেন পিটুকে (৩৫) বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের গুণাগরী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পিটু কালীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের গুণাগরী এলাকার মৃত আলী আহমদের ছেলে।

বাঁশখালী আওয়ামী লীগের রাজনীতিতে পিটু চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য আবদুল্লাহ কবির লিটনের ‘ডান হাত’ হিসেবে পরিচিত।

লিটন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ফুফাতো ভাই। অভিযোগ রয়েছে, পিটু দীর্ঘদিন ধরে লিটনের আশ্রয়-প্রশ্রয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

পুলিশ জানায়, বাঁশখালীর রামদাস মুন্সীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন বাগচির নেতৃত্বে একদল পুলিশ গুণাগরী এলাকায় অভিযান চালিয়ে পিটুকে গ্রেপ্তার করে। পিটুর বিরুদ্ধে চাঁদাবাজি, জায়গা জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে অর্ধ ডজনের বেশি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) পিটুকে আদালতে তোলা হয়। পরে জামিনের আবেদন করা হলে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, শওকত হোসেন পিটুর জামিনের বিষয়টি তিনি শুনেছেন। তবে রিকল এখনো থানায় আসেনি।