ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আজাদী বাজারে রাতের আঁধারে স্কেভেটর দিয়ে একটি সরকারি গণশৌচাগার ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটলেও উপজেলা প্রশাসন বৃহস্পতিবার (৩ অক্টোবর) সাংবাদিকদের বিষয়টি জানায়।
ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজারে ৩৫ বছর ধরে এই গণশৌচাগারটি ব্যবহৃত হয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগ, একদল দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র সহ শৌচাগারে প্রবেশ করে স্কেভেটর দিয়ে সেটি ভাঙচুর করে। এসময় তারা শৌচাগারের তত্ত্বাবধায়ককে গাছের সাথে বাঁধে এবং প্রতিবাদ করতে আসা অন্যদের মেরে ফেলার হুমকি দেয়।
এই ঘটনায় ধর্মপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুল মুরাদ বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক নামে একজনকে প্রধান আসামী করে চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামী করা হয়েছে।
বাজারের ব্যবসায়ী মো. হোসেন জানান, গভীর রাতে দুর্বৃত্তরা শৌচাগারটি ভাঙচুর করে এবং কেউ কাছে আসতে বাধা দেয়। তিনি এই ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন।
ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, “বিষয়টি সরকারের জন্য অশনি সংকেত। উর্ধ্বতনদের সাথে কথা বলে আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছি।”
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, “ঘটনার তদন্ত ও দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ। সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করা চরম অন্যায়। অবশ্যই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”