কচুয়ায় দশম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন


কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : কচুয়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বিকাল ৪টায় কচুয়া বাজার মুগ্ধ চত্বরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার দাবি জানান। তারা বলেন, শিক্ষকদের যোগ্যতা ও দায়িত্বের সাথে তাদের বেতন স্কেল সামঞ্জস্যপূর্ণ নয়।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মনোয়ারা খানম এর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল হোসেন, অর্থ সম্পাদক শেখ আখতার উদ্দিন, দপ্তর সম্পাদক শামসুর রহমান, আইসিটি সম্পাদক শিহাব উদ্দিন প্রমুখ।