বান্দরবান : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানে গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকীয়ার ৩১ জন সদস্যকে ৪টি মামলায় জামিন দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বিকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মসলেহ উদ্দিনের আদালত এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট মো. ইকবাল করীম জানান, র্যাবের জঙ্গী বিরোধী অভিযানে গ্রেফতার হওয়া জামাতুল আনসার ফিল হিন্দাল শারকীয়ার সদস্য ৩১ জনের জামিন মঞ্জুর করেছে আদালত। রাঙামাটি, সদর ও থানচি, রুমা থানায় র্যাবের দায়ের করা ৪টি মামলায় তাদের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। তবে আসামিদের আদালতে হাজির করা হয়নি।
জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জঙ্গী সংগঠনটির সামরিক শাখার প্রধান রণবীর (৪৪) ও বোমা বিশেষজ্ঞ আবুল বাসার মৃধা (৪৪) সহ বিভিন্ন জেলার ৩১ জন।
উল্লেখ্য, বান্দরবানের রুমা, থানচি ও রাঙামাটি থেকে র্যাবের অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছিল।