চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার চার সার্ভেয়ার আবদুল মোমেন, রফিকুল ইসলাম, ইমাম হোসেন গাজী ও মাহাবুব হাসান দীপুর বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও সম্মানহানির অভিযোগ এনেছেন আইনজীবী জসিম উদ্দিন।
এই ঘটনায় বুধবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন অভিযোগকারী আইনজীবী জসিম উদ্দিন। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদানে অনিয়ম, মূল কাগজপত্র জিম্মি রাখা, মিথ্যা প্রতিবেদন দেওয়া সহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িত এই চার সার্ভেয়ার। অভিযোগকারী আইনজীবী তার মক্কেলের পক্ষে ভূমি অধিগ্রহণ কর্মকর্তার কাছে একাধিকবার আবেদন ও আপত্তি দায়ের করলেও তার কোনো প্রতিকার পাননি।
অভিযোগকারী আরও জানান, অভিযুক্ত সার্ভেয়াররা একটি সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে সরকারি অর্থ আত্মসাৎ করছে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এমনকি অভিযোগকারীকে তারা হত্যার হুমকিও দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।