শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

চট্টগ্রামে বিধবা নারীকে ধর্ষণচেষ্টা ও ভিডিও ধারণ, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

প্রকাশিতঃ ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৬:১৯ অপরাহ্ন


চট্টগ্রাম : নগরের ডবলমুরিং এলাকায় এক বিধবা নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনা মোবাইল ফোনে ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

অভিযুক্তরা হলেন আবছার উল্লাহ, তাঁর স্ত্রী হাসিনা আক্তার এবং তাঁদের সহযোগী মো. মুছা।

আজ বৃহস্পতিবার ডবলমুরিং থানার মতিয়ারপুল কাটা বটগাছ এলাকা থেকে র‍্যাব তাঁদের গ্রেপ্তার করে।

র‍্যাব-৭ চট্টগ্রামের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক শরীফ উল আলম জানান, ভুক্তভোগী নারী তাঁর স্বামী মারা যাওয়ার পর সন্তানদের নিয়ে নগরের ডবলমুরিং এলাকার একটি বাসা ভাড়া দেন এবং নিজে নগরের পতেঙ্গায় বাবার বাড়িতে বসবাস করেন। ৬ সেপ্টেম্বর, আবছার উল্লাহ ডবলমুরিংয়ের ভাড়া বাসায় ওই নারীকে টেনে একটি কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আবছারের স্ত্রী হাসিনা আক্তার ঘটনাটি মোবাইলে ভিডিও করেন এবং পরে তা ছড়িয়ে দেন।

এই ঘটনায় ভুক্তভোগী নারী নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে।