রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইমাম গ্রুপের মালিককে ফেরাতে ব্যাংকের পদক্ষেপ জানতে চেয়েছেন আদালত

প্রকাশিতঃ ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ৯:৫৬ অপরাহ্ন


চট্টগ্রাম : শীর্ষ ঋণখেলাপি প্রতিষ্ঠান ইমাম গ্রুপের মালিক মোহাম্মদ আলীকে বিদেশ থেকে ফেরাতে সোনালী ব্যাংক কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েছে আদালত। মঙ্গলবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ বিষয়ে জানতে চান।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম শাহেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছর মে মাসে আদালত মোহাম্মদ আলীকে দেশে ফেরত আনার নির্দেশ দিয়েছিল। কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো কোনো অগ্রগতি হয়নি। আদালত এ বিষয়ে সোনালী ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছে।

মোহাম্মদ আলীর বিরুদ্ধে সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের ১ হাজার ৫০০ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। ঋণ পরিশোধ না করে তিনি স্ত্রীসহ দুবাই পালিয়ে যান।

২০১২ সালে সোনালী ব্যাংক মোহাম্মদ আলীসহ ইমাম গ্রুপের তিন মালিকের বিরুদ্ধে মামলা করে। এরই পরিপ্রেক্ষিতে আদালত মোহাম্মদ আলীকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেয়।

সোনালী ব্যাংক সম্প্রতি আসামিদের বিরুদ্ধে দেওয়ানি আটকাদেশসহ ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করেছে। আদালত এ বিষয়ে পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে সোনালী ব্যাংককে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।