ঈদে মিলাদুন্নবী উদযাপনে যাওয়ার পথে ৪০ মুসল্লির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাদুনা রাজ্যে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩১ জন। তারা সবাই ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন করতে যাচ্ছিলেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

সোমবার হতাহতরা দেশটির উত্তরাঞ্চলীয় শহর সামিনাকায় ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন করতে যাচ্ছিলেন। পথিমধ্যে লেরে শহরের কাছে সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের বাসের সংঘর্ষ হয়েছে। ঈদ উদ্‌যাপনের একজন সংগঠক এ তথ্য জানিয়েছেন।

নাইজেরিয়ায় মারাত্মক সড়ক দুর্ঘটনা একটি সধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে চালক ও যাত্রী উভয়ই নিরাপত্তাব্যবস্থা লঙ্ঘন করেন। এদিকে কর্তৃপক্ষও নিরাপত্তা বিধিনিষেধগুলো শিথিলভাবে প্রয়োগ করে থাকে।