সপ্তাহে একদিন অভিযোগ শুনবেন সিএমপি কমিশনার

চট্টগ্রাম : সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে নগরবাসীর খোলামেলা অভিযোগ শুনে সমস্যা সমাধানের উদ্যোগের কার্যক্রম শুরু করছে চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপি। এখন থেকে প্রতি মঙ্গলবার বিকাল ৩টায় নগরীর দামপাড়ায় সিএমপি কমিশনারের কার্যালয়ের কনফারেন্স কক্ষে হবে ‘ওপেন হাউজ ডে’। সেখানে নগরবাসীর সমস্যা ও অভিযোগ শুনবেন পুলিশ কমিশনার। এরপর সেগুলো সমাধানের চেষ্টা করবেন তারা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ।

এতে জানানো হয়, ‘প্রতিসপ্তাহে মঙ্গলবার নগরবাসীর অভিযোগ ও সমস্যা শুনবেন এবং তদানুযায়ী সমাধানের চেষ্টা করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার। ক্রাইম ডিভিশনগুলোর উপ-পুলিশ কমিশনাররাও সপ্তাহে একদিন একই প্রক্রিয়ায় সকলের বক্তব্য শুনবেন ও তদানুযায়ী ব্যবস্থা নিবেন।’

এছাড়া প্রতিটি থানায় রোববার বিকেল ৩টায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হবে (যা থানা থেকে নির্ধারিত হবে) বলেও জানানো হয়।

সিএমপির জনসংযোগ শাখার অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, ‘সিএমপি কমিশনারের কার্যালয়ে চলতি সপ্তাহের মঙ্গলবার প্রথম ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হবে। সিএমপির ক্রাইম ডিভিশনগুলোর উপ-পুলিশ কমিশনারগণও সপ্তাহে একদিন একই প্রক্রিয়ায় সকলের বক্তব্য শুনবেন ও সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। এটি হবে প্রতি রোববার বিকাল ৩টায় সংশ্লিষ্ট উপ-কমিশনারের কার্যালয়ে।’

কমিশনার ও উপ কমিশনারের বাইরে নগরীর থানাগুলোতেও সপ্তাহের একদিন ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হবে বলে পুলিশ কর্মকর্তা তারেক আজিজ জানান। তবে থানাগুলোর ‘ওপেন হাউজ ডে’ কখন হবে, সেটি থানা থেকেই নির্ধারণ করা হবে।

গত ৪ সেপ্টেম্বর সিএমপির ৩৩তম কমিশনার হিসেবে যোগ দেন হাসিব আজিজ। বিসিএস ১৫তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে সিআইডি ট্রেনিং স্কুলে দায়িত্ব পালন করেন।