দুই মাস পর মাঠে ফিরছেন মেসি

খেলাধুলা ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালে পাওয়া সেই ইনজুরির পর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। লিওনেল মেসি কবে খেলায় ফিরবেন সে নিয়ে ছিল নানা শঙ্কা। অবশেষে সুস্থ হয়ে মাঠে ফিরছেন মেসি। মেজর সকার লিগের ম্যাচে ইন্টার মায়ামির হয়ে আগামীকাল ১৫ সেপ্টেম্বর মাঠে দেখা যাবে মেসিকে।

গত ১৪ জুলাই কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালের প্রথমার্ধে গোড়ালিতে চোট পেয়েছিলেন মেসি। দ্বিতীয়ার্ধে কান্নাভেজা চোখেই মাঠ ছাড়তে হয় মেসিকে। ড্রেসিংরুমে তার কান্না বুঝিয়ে দিয়েছিল চোটটা বেশ মারাত্মক। আর্জেন্টিনা ও মায়ামি দুই দলের কোচই জানিয়েছিলেন, সহসাই খেলায় ফিরছেন না মেসি। তাকে নিয়ে তাড়াহুড়োও করতে রাজি ছিলেন না তারা। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ ও মায়ামির হয়ে বেশ কয়েকটি ম্যাচ তাই মিস করেছেন মেসি।

তবে ইনজুরি থেকে বেশ দ্রুতই সেরে উঠেছেন মেসি। শুরু করেছেন অনুশীলনও। এর মাঝেই ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্টিনো জানালেন, মায়ামির পরের ম্যাচেই মাঠে দেখা যাবে মেসিকে, ‘মেসি এখন ভালো আছে। সে নিয়মিত অনুশীলন করছে। আশা করি পরের ম্যাচেই তাকে আমরা মাঠে পাব।’

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে মেসিকে প্রথম একাদশেও দেখা যেতে পারে, আভাস দিলেন মার্টিনো, ‘সে শিকাগোতে যায়নি যেন ফিলাডেলফিয়ার বিপক্ষে খেলতে পারে। এমনকি তাকে শুরুর একাদশেও নামানো হতে পারে।’