মানিকছড়িতে বিএনপির কর্মী সমাবেশ


খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নে আজ বিকেলে বিএনপির একটি বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

তিনটহরী বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলা উদ্দিন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি প্রধান উপদেষ্ঠা আবুল কাশেম ভূঁইয়া, সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মো জাহাঙ্গীর আলম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিব হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুবদলের আহ্বায়ক নুর ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আয়নাল হক ভূইয়া ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক সজিব হাসান।

বক্তারা বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

কর্মীসভায় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।