সন্ত্রাসীদের জায়গা বিএনপিতে হবে না : নাজমুল মোস্তফা আমিন


লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন বলেছেন, লোহাগাড়া উপজেলাকে সন্ত্রাসমুক্ত ও শান্তির জনপদ হিসেবে গড়ে তোলা হবে। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজের ঠাঁই লোহাগাড়ার মাটিতে হবে না।

বুধবার রাতে আধুনগর ইউনিয়নে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখার উপর আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল মোস্তফা আমিন আরও বলেন, স্বৈরশাসকরা মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা রাষ্ট্রকাঠামোকে ভেঙে চুরমার করে ফেলেছে। এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হবে। বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমেই তা সম্ভব।

আধুনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় লোহাগাড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।