খাবারে ইঁদুরের বিষ্ঠা, তেলাপোকা! চট্টগ্রামে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা


চট্টগ্রাম : নগরীর অক্সিজেন বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও মূল্য তালিকা না থাকাসহ নানান অনিয়মের দায়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে অক্সিজেন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। বাজারে মুরগি, সবজি ও মুদি সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করাই ছিল এ অভিযানের লক্ষ্য।

অভিযানে নূর উদ্দিন স্টোরে মুড়ি বস্তার ওপর ইঁদুরের বিষ্ঠা এবং আলু বোখারার প্যাকেটে তেলাপোকা পাওয়া যায়। এ অস্বাস্থ্যকর অবস্থার জন্য প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মূল্য তালিকা, ক্রয় রশিদ ও পণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় হাসানের সবজির দোকান, বায়েজিদ পোল্ট্রি, সিদ্দিকের সবজি দোকান, কাঞ্চনের সবজির দোকান এবং মেসার্স এসএম ট্রেডার্স- এই ৫টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। এ ৫টি প্রতিষ্ঠানের মোট জরিমানার পরিমাণ ১২ হাজার টাকা।

অভিযান পরিচালনাকারী দলের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেবনাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।