চট্টগ্রাম : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম বিভাগীয় পরিচালক এবং একজন উপপরিচালককে বদলি করা হয়েছে। সোমবার দুদকের কার্যালয় থেকে জারি করা পৃথক দুটি আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম আখতার হামিদ ভুঞাকে দুদক প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা) পদে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে চট্টগ্রামে যোগ দিচ্ছেন দুদক প্রধান কার্যালয়ের পরিচালক মোহাঃ আবুল হোসেন।
এছাড়াও, দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফজলুল বারীকে রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।