ডেস্ক : পাকাপাকি দুটি বছর কেটে গেছে। এর মধ্যে আর একসঙ্গে দেখা যায়নি টলিউডের জনপ্রিয় জুটি জিত গাঙ্গুলি ও শুভশ্রীকে। দুই বছর পর ক্যামেরার সামনে একসঙ্গে দাঁড়াতে যাচ্ছেন তারা। তাও আবার রাশভরা ‘অভিমান’ নিয়ে।
এ জুটি অভিনীত ‘গেম’ সিনেমাটি ২০১৪ সালে সর্বশেষ মুক্তি পেয়েছিল। যদিও একই বছর মুক্তি পেয়েছিল ‘বচ্চন’ সিনেমাটি। কিন্তু এতে একটি আইটেম গানে দেখা যায় শুভশ্রীকে। এবার সেই বিরতি ভেঙ্গে রাজ চক্রবর্তীর নতুন সিনেমা ‘অভিমান’-এ জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন তারা। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন, জিৎ, শুভশ্রী ও সায়ন্তিকা। ‘অভিমান সিনেমার গল্পে জিৎ একজন ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে অভিনয় করবেন। ভাঙনের মুখে দাঁড়িয়ে থাকা এক পরিবারকে জুড়তে দেখা যাবে তাকে। ইতোমধ্যে শুরু হয়েছে এ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি। কলকাতা, হায়দরাবাদ, ইতালি আর সুইজারল্যান্ডে দৃশ্যধারণের কাজ হবে বলে জানা গেছে।
কলকাতার পাশাপাশি বাংলাদেশেও রয়েছে জিত-শুভশ্রীর দর্শকপ্রিয়তা। ঈদুল ফিতরে জিত-ফারিয়া অভিনীত ‘বাদশা’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এদিকে বাংলাদেশের একটি বিজ্ঞাপনে ইমনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন শুভশ্রী। এ ছাড়াও যৌথ প্রযোজনায় নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ সিনেমায় অভিনয় করেন শুভশ্রী।