রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হাটহাজারীতে মীর নাছিরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

প্রকাশিতঃ ৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯:০৫ অপরাহ্ন


হাটহাজারী প্রতিনিধি : সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের রোগমুক্তি কামনায় হাটহাজারীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ আছর পৌরসভার “জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা” প্রাঙ্গনে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে মীর মোহাম্মদ নাছির উদ্দীনের রোগমুক্তির জন্য এবং পরিবারের যারা ইন্তেকাল করেছেন তাদের সবার রুহের মাগফেরাত কামনা করা হয়।

এতে হাটহাজারী পৌরসভা বিএনপি আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন (সাবেক চেয়ারম্যান), যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল আলম চৌধুরী, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ শুক্কুর প্রকাশ শুক্কুর মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মো. ইসমাইল, মো. আবুল হাশেম চৌধুরী, হাজী ওসমান গনি, এসএম ফারুক, হাটহাজারী পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মন্নান দৌলত, নুরুল আলম মফিজ, নূর খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. এমরান চৌধুরী, চট্টগ্রাম জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, মীর নাছির উদ্দীনকে গত রোববার নিউমোনিয়া ও হার্টের সমস্যার কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।