সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আদর্শ রাষ্ট্র গঠনে প্রাক্তন ছাত্রনেতাদের নেতৃত্ব দেওয়ার আহ্বান

প্রকাশিতঃ ২ সেপ্টেম্বর ২০২৪ | ৬:৪৯ অপরাহ্ন


চট্টগ্রাম : ইসলামী কল্যাণ রাষ্ট্র ও আদর্শ জাতি গঠনে প্রাক্তন ছাত্রনেতাদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর শাহজাহান চৌধুরী। তিনি বলেন, যারা সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখেন, তাদেরকেই সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে সামনে এগিয়ে আসতে হবে।

রবিবার সন্ধ্যা ৭টায় নগরীর ডবলমুরিং থানার ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত প্রাক্তন ছাত্র-দায়িত্বশীলদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, সমাজ ও রাষ্ট্রের নেতৃত্বের প্রয়োজনে নিজেকে প্রস্তুত করে ইকামতে দ্বীনের পথে চলতে হবে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মোহাম্মদ ইউনুস, মহানগরী জামায়াতের অফিস সেক্রেটারি আবুহেনা মোস্তফা কামাল, ডবলমুরিং থানা জামায়াতের আমীর ফারুকে আজম প্রমুখ।

ওয়ার্ড আমীর ইমরানুল হকের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি মাকছুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন।