চট্টগ্রাম : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মুর্তজা খানকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে মুর্তজা খানকে বহিষ্কার করা হয়েছে। সেইসাথে, দলের নেতাকর্মীদের তার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।