চবি শিক্ষকদের একদিনের বেতন বন্যার্তদের জন্য


চট্টগ্রাম : ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও খাগড়াছড়িসহ বেশ কয়েকটি জেলা বর্তমানে প্রবল বন্যার কবলে পড়ে চরম মানবিক সংকটে রয়েছে। এমতাবস্থায়, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এক দিনের বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

“দেশের বন্যাদুর্গত এলাকার মানুষদের সহায়তা ও পুনর্বাসনের জন্য আমরা চবি শিক্ষকরা ১ দিনের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি। আজ বিকেলে এক্সিকিউটিভ কমিটির সভায় বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে,” বলেন প্রফেসর মাহবুব।  

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. এ. বি. এম. আবু নোমান জানান, চলতি মাসের বেতন পেলে সেখান থেকে এক দিনের সমপরিমাণ অর্থ কর্তন করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো হবে। তবে সেই অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে, নাকি অন্য কোথাও, সে বিষয়ে আজ বিকাল ৫টায় অনলাইনে অনুষ্ঠিতব্য এক্সিকিউটিভ কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। তার অনুমান, এক দিনের সমপরিমাণ অর্থ প্রায় ১৪ লক্ষ টাকা হতে পারে।