শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বিসিবি সভাপতির পদ থেকে নাজমুল হাসান পাপনের পদত্যাগ

প্রকাশিতঃ ২১ অগাস্ট ২০২৪ | ১১:৪১ পূর্বাহ্ন


ঢাকা : নাজমুল হাসান পাপন আজ বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন।

দীর্ঘদিন ধরে বিসিবি পুনর্গঠন নিয়ে আলোচনা চলছিল এবং আজকের জরুরি সভায় পাপন পদত্যাগের সিদ্ধান্ত নেন।

২০১২ সাল থেকে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করে আসা পাপনের পদত্যাগের পর নতুন সভাপতি হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদের নাম আলোচনায় আসছে।

আজকের সভায় ফারুক আহমেদ ছাড়াও নাজমুল আবেদিন ফাহিম উপস্থিত ছিলেন।