শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

আবারও বাফুফেকে জরিমানা করল ফিফা

প্রকাশিতঃ ১৮ অগাস্ট ২০২৪ | ৭:২১ অপরাহ্ন

খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আবার ফিফার জরিমানার শিকার হয়েছে। সাম্প্রতিক সময়ে বাফুফের একাধিক কর্মকর্তা ফিফার নিষেধাজ্ঞা, জরিমানার শিকার হয়েছেন। আর এবার খোদ বাফুফেকে জরিমানা গুণতে হচ্ছে।

নভেম্বরে অস্ট্রেলিয়া বিপক্ষে কিংস অ্যারেনায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে ম্যাচে দর্শক ঢুকে পড়ায় বাফুফেকে আর্থিক জরিমানা করেছে ফিফা। ১৫ হাজার সুইস ফ্রা বা প্রায় ২০ লাখ টাকা আগামী এক মাসের মধ্যে বাফুফেকে পরিশোধ করতে হবে।

কিংস অ্যারেনায় জাতীয় ফুটবল দলের ম্যাচে জরিমানার ঘটনা ঘটছে প্রায়ই। বিশ্বকাপ বাছাইয়ের অন্য ম্যাচেও জরিমানা দিতে হয়েছে বাফুফেকে। অস্ট্রেলিয়া ম্যাচে শাস্তির বিষয়টি অনুমেয় ছিল। বাফুফে চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।