মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

হাটহাজারীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিএনপির বিক্ষোভ

প্রকাশিতঃ ১৩ অগাস্ট ২০২৪ | ১:২৩ অপরাহ্ন


হাটহাজারী প্রতিনিধি : স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবিতে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সোমবার (১২ আগস্ট) দিবাগত রাতে পৌরসদরে বিএনপি নেতা মীর হেলালের সমর্থকরা এ মিছিল করেন।

প্রসঙ্গত, সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘গণ্ডগোল’ না পাকিয়ে দল গোছানোর পরামর্শ দেন। সেই সঙ্গে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফেরার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু গণ্ডগোল পাকানোর মানে হয় না, গণ্ডগোল পাকিয়ে তো লাভ হবে না। এতে লোকজন আরও ক্ষেপে উঠবে।’

এই বক্তব্যের প্রতিবাদে হাটহাজারী পৌরসদরে মীর হেলালের অনুসারীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক তকিব হাসান চৌধুরী তকি। মিছিলটি পৌর সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “অনেক উপদেষ্টাকে দেখছি খুনিদের পুনর্বাসনের পক্ষে বক্তব্য দিতে। উপদেষ্টাদের বক্তব্য দেওয়ার সময় ৫ আগস্টের গণভবন ও সংসদ ভবনের চিত্র মাথায় রাখতে হবে।” তারা অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করেন।