স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল


খাগড়াছড়ি প্রতিনিধি : অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের কলাবাগান এলাকা থেকে মিছিলটি শুরু হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের সভাপতি সাহেদ হোসেন সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা প্রমুখ।

নেতারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে দল গুছিয়ে আসতে বলেছেন, এটা তার পক্ষপাতিত্বের প্রমাণ। তাই তারা তার অবিলম্বে পদত্যাগ দাবি করেন।

এছাড়াও, ছাত্র-জনতার আন্দোলনে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে দেশ থেকে পালিয়ে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিও জানানো হয় সমাবেশে।

উল্লেখ্য, সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, তাই তারা দল গুছিয়ে নতুন মুখ ও অঙ্গীকার নিয়ে আসতে পারে। আর হুট করে রাজনৈতিক দল নিষিদ্ধ করা ভালো অভ্যাস নয়।